বেফাঁস মন্তব্য করা বা হুমকি দেওয়াই হোক কিংবা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই ধারা বজায় রেখে বনগাঁর বিডিওকে হুমকি দিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। সোমবার বনগাঁ বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ সমাবেশ ছিল। সেখানেই তিনি বনগাঁর নতুন বিডিওকে কড়া হুমকি দেন।
বিডিও অফিসের সামনে এক ডেপুটেশনে দেবদাস মণ্ডল বলেন, ‘বিডিওর হাত দিয়ে যেসব রেশন আসে তা আমাদের কর্মীরা পায় না। ঝড়বৃষ্টিতে আমাদের লোকজন ত্রিপল পায়নি, রেশন পায়নি, চাল, আটা পায়নি। এখান থেকে যে শস্য বীজ দেওয়া হয় তাও পায় না। সবই তৃণমূলকে দিচ্ছেন। এর উত্তর আপনাকে দিতে হবে। আগামীতে যদি সমবন্টন না হয় তাহলে তাহলে বিডিও সাহেব আপনাকে বলে দিচ্ছি আপনি টের পাবেন। বনগাঁ বিজেপির দুর্জয় ঘাঁটি। বনগাঁর মানুষ প্রতিবাদ করতে জানে। আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন।’