গত সেপ্টেম্বরে ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। তিনি বলেছিলেন, ‘কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে।’ সেই মন্তব্য থেকে একচুলও নড়বেন না বলে এবার সাফ জানিয়ে দিলেন উদয়নিধি। তাঁর মতে, নিজের আদর্শ নিয়ে কথা বলেছেন তিনি। সেখানে কোনও ভুল নেই। আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করার লড়াই চালিয়ে যাবেন তিনি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন স্ট্যালিন-পুত্র। তার জেরে সুপ্রিম কোর্ট থেকেও নোটিস পান উদয়নিধি। মামলা দায়ের হয় মাদ্রাজ হাই কোর্টেও। সেখানে বিচারকের পর্যবেক্ষণ, পুলিশের গাফিলতিতেই সনাতন ধর্ম বিলুপ্ত করার অধিবেশন আয়োজন করা হয়েছে। মাদ্রাজ হাই কোর্টের এই পর্যবেক্ষণ শুনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদয়নিধি বলেন, সনাতন ধর্ম নিয়ে এমন কথা এর আগে বি আর আম্বেদকরের মতো মানুষও বলেছেন। তামিলনাড়ুর যুবকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘আমি যা কিছু বলেছি তাতে ভুল কিছুই নেই। আইনি পথে লড়াই চালিয়ে যাব আমরা। কিন্তু আমার অবস্থান একটুও বদলাবে না। শুধু নিজের আদর্শের কথাই তুলে ধরেছি আমি।’