পায়ে চোটের কারণে এবার গোটা পুজোই গৃহবন্দী অবস্থায় কেটেছে তাঁর। আর তাই দুর্গাপুজোর উদ্বোধনও ভার্চুয়ালিই সেরেছেন তিনি। বাড়ি বসেই প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছেন। তবে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি সারলেও, কালীপুজোর উদ্বোধনে সশরীরেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখনও পর্যন্ত তাই খবর। নবান্ন সূত্রের খবর, আগামী বুধবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ওদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। সেই বৈঠক শেষেই মুখ্যমন্ত্রীর হাত ধরে কালীপুজোর উদ্বোধন শুরু হবে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী প্রথমে যেতে পারেন জানবাজারে। এরপর সেখান থেকে শেক্সপিয়র সরণিতে। তারপর সন্ধেয় ‘ভেনাস ক্লাব’-এর কালীপুজোর উদ্বোধনে যেতে পারেন তিনি।