গণতন্ত্রের পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ছত্তীসগড় এবং মিজ়োরাম। মঙ্গলবার ছত্তীসগড়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই দফায় মোট ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪০ লক্ষ ৭৯ হাজার ভোটদাতা।
পাশাপাশি মিজ়োরামের ৪০টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সে রাজ্যের প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ভোটদাতা। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।
ছত্তীসগড়ে ভোট চলাকালীন আইআইডি বিস্ফোরণ। জখম কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা জানিয়েছে, এর নেপথ্যে নকশালদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।
মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গা সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন। কিন্তু আইজ়লের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, তিনি ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। বুথ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, সকালের কাজ সেরে পরে এসে ভোট দেবেন। ভোটকেন্দ্রে দাঁড়িয়ে জ়োরামথাঙ্গা এ-ও জানিয়েছেন, তাঁর দল এমএনএফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের বিষয়ে তিনি নিশ্চিত। বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই বলেও তিনি জানিয়েছেন।