রবিবার বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে ক্রিকেটমহলে। প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে টাইম্ড আউট হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথেউজ। এক বলও না খেলে তাঁকে ফিরতে হয়েছে সাজঘরে। ম্যাচের পর বাংলাদেশ এবং শাকিব আল হাসানকে সমালোচনায় বিঁধলেন অ্যাঞ্জেলো ম্যাথেউজ। জানালেন, বাংলাদেশ এত নীচে নামতে পারে তিনি ভাবতে পারেননি। শাকিবও তাঁর সব শ্রদ্ধা হারিয়েছেন বলে মন্তব্য ম্যাথেউজের। গোটা ঘটনাটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি। “আমি কোনও ভুল করিনি। তৈরি হওয়ার জন্যে ২ মিনিট সময় ছিল, যা আমি পালন করেছিলাম। সরঞ্জাম ঠিক না থাকলে কী করব! জানি না বাংলাদেশের সাধারণ বুদ্ধি কোথায় চলে গিয়েছিল? শাকিব এবং বাংলাদেশের লজ্জাজনক আচরণ। বাংলাদেশ যদি ক্রিকেট খেলার জন্যে এত নীচে নামতে পারে, তা হলে নিশ্চিত ভাবেই কিছু একটা সমস্যা হয়েছে। সাধারণ বুদ্ধি কাজে লাগালেই হত”, ম্যাচের পর জানান ম্যাথেউজ।
পাশাপাশি, শাকিব সম্পর্কে ম্যাথেউজ বলেছেন, “এত দিন পর্যন্ত শাকিবকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম। আজ সব হারাল ও।” ম্যাচের পর শ্রীলঙ্কা দল হাত মেলায়নি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। সেই প্রসঙ্গে ম্যাথেউজের জবাব, “মানুষকে শ্রদ্ধা করলে তবেই শ্রদ্ধা পাওয়া যায়। আমরা সবাই ক্রিকেট খেলার এক-একজন দূত। আপনি যদি বিপক্ষের ক্রিকেটারদের শ্রদ্ধা না করেন এবং বুদ্ধি কাজে না লাগান তা হলে আর কী চাইতে পারি?” ম্যাথেউজ জানিয়েছিলেন, স্ট্রাইক নিতে তিনি এক রকম তৈরিই ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া বুঝতে পারেন। “আমরা তো ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলি। তা হলে কি আমার হেলমেট ছাড়া খেলা উচিত ছিল? আম্পায়ারদেরও উচিত ছিল বুদ্ধি কাজে লাগানো। দরকারে তৃতীয় আম্পায়ারের সঙ্গে পরামর্শ করা। উইকেটকিপারেরাও তো হেলমেট খোলে না। আমার ১৫ বছরের কেরিয়ারে কখনও কোনও দলকে এতটা নীচে নামতে দেখিনি”, বক্তব্য শ্রীলঙ্কার অলরাউন্ডারের।