চলতি আইসিসি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন যশপ্রীত বুমরা। প্রত্যেক ম্যাচে ভাল বল করছেন তিনি। এখনও পর্যন্ত নিয়েছেন ১৫টি উইকেট। আর এবার এহেন পারফরম্যান্সের জন্য আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় ঢুকে পড়লেন তিনি। সেই তালিকায় রয়েছেন কুইন্টন ডি’কক এবং রাচিন রবীন্দ্রও। তিন ক্রিকেটারই বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ উইকেট রয়েছে বুমরার। ইকনমি রেটও বাকি বোলারদের থেকে কম। বিশ্বকাপে আরও অনেক বোলারই ভাল খেললেও ধারাবাহিক ভাল খেলার বিচারে বাকিদের ছাপিয়ে গিয়েছেন বুমরা।
পাশাপাশি, বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে সবার আগে আসবেন কুইন্টন ডি’কক। বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে ইতিমধ্যেই চারটি শতরান করে ফেলেছেন। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পর পর শতরান করেন। অক্টোবরে ৪৩১ রান করেছেন তিনি। গড় ৭১.৮৩। রাচিন এ বারই প্রথম বিশ্বকাপে খেলছেন। কিন্তু নিউ জিল্যান্ডের ব্যাটার মাতিয়ে দিয়েছেন। বিশ্বকাপের আগে মাত্র ১২টি এক দিনের ম্যাচ খেলেছিলেন তিনি। তবে প্রথম ম্যাচে ৯৬ বলে ১২৩ রান করে আবির্ভাবটাই স্মরণীয় করে রাখেন। এর পর নেদারল্যান্ডস এবং ভারতের বিরুদ্ধে শতরান করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৬ রান করে মাসটি শেষ করেন। অক্টোবরে ৮১.২০ গড়ে তিনি করেছেন মোট ৪০৬ রান।