হঠাৎ করেই তৃণমূলের ধর্না মঞ্চের সামনে হাজির বিজেপি নেতা অনুপম হাজরা। মাল্যদান করলেন রবীন্দ্র মূর্তিতে। পাশাপাশি কথা বললেন শাসকদলের ধর্না মঞ্চে উপস্থিত থাকা নেতাকর্মীদের সঙ্গও। শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটে ১২ দিন ধরে ধর্না মঞ্চ করে আন্দোলন করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সেখানেই হঠাৎ উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা।
সেখানে তিনি প্রথমেই ধরনা মঞ্চের সামনে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। মাল্য দান করে মঞ্চে উপস্থিত থাকা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। সেখানেই অনুপম হাজরা দাবি করেন, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজেকে বিজেপি প্রমাণ করার জন্য বারবার রবীন্দ্রনাথকে অপমান করেছেন। পাশাপাশি তাঁর দাবি ৮ তারিখ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সময়সীমা শেষ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে তার মেয়াদ বৃদ্ধি হবে না।
অনুপম এদিন বলেন, এই উপাচার্য যাবার পর শান্তিনিকেতনকে গোবর জল দিয়ে পরিষ্কার করা হবে। পাশাপাশি তৃণমূলের মঞ্চে যাওয়ার পর তিনি দাবি করেছেন যে, রবীন্দ্রনাথ কারও একার নয়। রবীন্দ্রনাথকে মুছে ফেলার প্রচেষ্টায় আঘাত প্রাপ্ত শান্তিনিকেতন বোলপুরের সকল মানুষ। এর আগে পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়ায় এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে বিস্ফোরক মন্তব্য করেন অনুপম। তিনি বলেন, ‘এখন যা বঙ্গ বিজেপির অবস্থা, পদ মানেই হচ্ছে আপনি তাদের গোলাম হয়ে গেলেন। পান থেকে চুন খসলেই আপনি শোকজ, নাহলে সাসপেন্ড, নাহলে পদ চলে যাবে।’