গম বণ্টন দুর্নীতির তদন্ত করতে নেমে তারা ধান কেনা থেকে চাল বণ্টন নিয়ে বড়সড় কেলেঙ্কারির কথা জানতে পেরেছে বলে সোমবার আদালতে জানিয়েছে এনফোর্স ডিরেক্টরেট(ইডি)। সূত্রের দাবি, ইডি আদালতে রিমান্ড কপিতে জানিয়েছে, তাদের হেফাজতে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেরা জানিয়েছেন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেরায় জানিয়েছেন, তিনি খাদ্য দফতরের মন্ত্রী থাকাকালীন তার কাছে বিভিন্ন জেলা থেকে ধান কেনা নিয়ে ফড়েদের বাড়বাড়ন্তর অভিযোগ পেয়েছিলেন। তিনি জানিয়েছেন, ভুয়ো কৃষকের নামে অ্যাকাউন্ট খুলে সরকারি টাকা আত্মসাৎ হয়েছে। তিনি নিউ মার্কেট থানা ও সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বলেও ইডিকে জানান জ্যোতিপ্রিয়, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডি আদালতে নথি দিয়ে জানিয়েছে, সরকারি আধিকারিকদের একাংশ, মিল মালিক, মধ্যস্থতাকারী ফড়েরা বেআইনি ভাবে চক্র গড়ে তুলেছিল। প্রথমে তারা কৃষকদের কাছে থেকে কম দামে ধান কিনে পরে সেই ধান সরকারের কাছে সহায়ক মূল্যে বিক্রি করেছিল। আর এই কাজ চালাতে গিয়ে ভুয়ো কৃষকের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। অ্যাকাউন্টগুলো খুলতে সাহায্য নেওয়া হয়েছিল মিল মালিকদের। সূত্রের দাবি, কুইন্ট্যাল প্রতি ২০০ টাকা করে পেতেন তারা। এই সমস্ত অভিযোগ এসেছিল খাদ্য দফতরে। যা নিয়ে জেরা করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। তিনি জানিয়েছেন তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তবে খাদ্য দফতর ছাড়ার পর তদন্তের অগ্রগতি নিয়ে আর কিছু জানেন না।