রাজনৈতিক চক্রান্তের শিকার প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিক। রেশন বণ্টন দুর্নীতি মামলার শুনানি চলাকালীন আদালতে তেমনটাই দাবি করলেন বালুর এক আইনজীবী। তদন্ত দ্রুত শেষ করার আর্জিও তিনি আদালতে জানিয়েছেন।
বালুর আইনজাবী আদালতে এ-ও দাবি করেছেন যে, আদালতের নির্দেশ থাকলেও কম্যান্ড হাসপাতালে মন্ত্রীর জন্য কোনও মেডিক্যাল বোর্ড গঠন করা হয়নি।
আদালতে প্রবেশের সময় নিজেকে আরও এক বার মুক্ত বলে দাবি করেন বালু। তবে এ বার এই দাবির সঙ্গে জুড়ে নিলেন তদন্তকারী সংস্থা ইডিকেও। সোমবার ব্যাঙ্কশাল আদালতে ঢোকার আগে জ্যোতিপ্রিয় বলেন, ‘আমি মুক্ত। আমি মুক্ত। ইডি বুঝতে পেরেছে যে, আমি মুক্ত’। তবে কী প্রেক্ষিতে তিনি এই দাবি করছেন, তা স্পষ্ট নয়।
সোমবার সকালে নিজেকে আরও এক বার ‘নির্দোষ’ বলেও দাবি করেন জ্যোতিপ্রিয়। সোমবার আদালতে পেশ করার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে বার করা হয়। ইডির দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে জ্যোতিপ্রিয় তিন বার বলেন, “আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ।”