বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ঘাটের মতো এ বার কলকাতাতেও আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভা সূত্রের খবর, আগামী ২৫ এবং ২৬ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। কলকাতা পুরসভার তরফে নবান্নে সেই আমন্ত্রণপত্র পাঠানো হবে।
মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো যাতে ওই দেব দীপাবলি উৎসবে যোগদান করতে পারেন, সেই চেষ্টাও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে আয়োজনও। প্রায় ১০ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাট। দেব দীপাবলি উৎসব উপলক্ষে কার্তিক পূর্ণিমায় বাড়তি আকর্ষণীয় হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর-সহ দশাশ্বমেধ ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে পালিত হয় সেই উৎসব। যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ বারাণসীতে আসেন।
বারাণসীর আদলেই কলকাতা পুরসভার উদ্যোগে খাস কলকাতায় দেব দীপাবলির আয়োজন করা হচ্ছে। পুরসভার অন্দরে গুঞ্জন, নতুন এই উদ্যোগের মাধ্যমে কলকাতায় আরও একটি বাৎসরিক নতুন উৎসবের শুরু হতে চলেছে কলকাতায়।