সোমবার নতুন বিতর্কের সূত্রপাত ঘটল আইসিসি বিশ্বকাপের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে কেন্দ্র করে। মাঠে নেমে কোনও বল না খেলেই আউট হয়ে ফিরতে হল শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথেউজকে। শাকিব আল হাসানদের আবেদন মেনে নিলেন আম্পায়ার। মাঠে নেমে নির্ধারিত সময়ের থেকে দেরিতে স্ট্রাইক নেওয়ায় ফিরতে হল তাঁকে। যাকে ক্রিকেটীয় ভাষায় বলা হয় ‘টাইমড আউট’। একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনও ব্যাটার এই ভঙ্গিতে আউট হলেন।
প্রসঙ্গত, শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে ঘটে এই ঘটনা। সাদিরা সমরবিক্রম আউট হওয়ার পরে খেলতে নামেন ম্যাথেউজ। কিন্তু তিনি স্ট্রাইক নেওয়ার আগেই মাঠের আম্পায়ারের কাছে আবেদন করেন শাকিবেরা। তাঁদের দাবি ছিল, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে। তাও ম্যাথেউজ স্ট্রাইক নেননি। বাংলাদেশের আবেদনের পরে অনেক ক্ষণ ম্যাথেউজ, শাকিব ও আম্পায়ারদের মধ্যে আলোচনা হয়। তার পর আম্পায়ার ম্যাথেউজকে জানান যে ক্রিকেটের নিয়ম অনুযায়ী তিনি আউট। সেই কারণে মাঠ ছাড়তে হয় ম্যাথেউজকে। ফেরার সময় বোঝা যাচ্ছিল, এই সিদ্ধান্তে তিনি যথেষ্টই বিরক্ত হয়েছেন। শেষপর্যন্ত ম্যাচটি তিন উইকেটে জিতে নয় বাংলাদেশ।