রাজ্যজুড়ে ফের নামতে চলেছে তাপমাত্রার পারদ। আজ থেকেই ফের তাপমাত্রা কমবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, আজ থেকে আকাশ পরিষ্কার থাকবে। সোমবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রার পারদ নামতে চলেছে। মঙ্গলবার থেকে শীতের ছোঁয়া পেতে চলেছেন বাংলবাসী।হআজ উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে
পাশাপাশি, আজ দক্ষিণবঙ্গে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও নতুন সপ্তাহে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে। তবে হাওয়া অফিস বলছে এবার পরিস্থিতির পরিবর্তন হবে। সোমবারের মধ্যে নিম্নমুখী হবে মহানগরের তাপমাত্রার পারদ। নতুন সপ্তাহে শহরে অনুভূত হবে শীত, এমনই পূর্বাভাস দিয়েছেন আবহিবদরা।