কালীপুজোর আগে এবার ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় হালকা বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। তবে বাকি ৬ জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ বৃষ্টি হবে না।
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তবে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ওই চারদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। এদিকে, আগামী তিনদিন রাজ্যের কোনও জেলার রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী দু’দিনে রাজ্যের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে।