দুর্গাপুজোর পর রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী করে জোরদার জনসংযোগ চালাচ্ছে তৃণমূল। এবার নামছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, আগামী ৬ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় নিজের কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন তিনি। উত্তীর্ণ প্রেক্ষাগৃহে বিধানসভা কেন্দ্রের ৮টি ওয়ার্ডের কর্মীদের নিয়ে এই অনুষ্ঠান হবে।
দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমার ছাড়াও ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন। প্রসঙ্গত, এই মুহূর্তে ১০০ দিনের কাজে বকেয়া টাকা আদায়ে আন্দোলন করছে তৃণমূল। যতক্ষণ না বাংলার প্রাপ্য পুরোপুরি আদায় হয়, ততক্ষণ সেই আন্দোলনের পথ থেকে সরবে না বলে জানিয়ে দিয়েছে তারা। সেই ইস্যুকে সামনে রেখেই দলের বিজয়া সম্মিলনীর পর্ব চলছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেই কর্মসূচি চলবে, দলের নির্দেশ তেমনই। নির্দিষ্ট করে নিজের কেন্দ্রেই বিধায়কদের সেই কর্মসূচি করতে বলা হয়েছে।