ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহাদেব অ্যাপ থেকে ৫০৮ কোটি টাকা পাওয়ার ইডি-এর দাবিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হচ্ছে ৭ নভেম্বর। তার আগেই তদন্তকারী সংস্থার দাবিতে শোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে যে অনলাইন বেটিং অ্যাপ ‘মহাদেব’-ব্যাটিং অ্যাপ থেকে এ পর্যন্ত বাঘেলকে ৫০৮ কোটি টাকা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলেও জানিয়েছে ইডি।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন যে একজন অজ্ঞাত ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ৫০৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের ঠিক আগে ইডি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মহাদেব ব্যাটিং অ্যাপ থেকে ৫০৮ কোটি টাকা নেওয়ার ইডির দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছে যে ভারতীয় জনতা পার্টি সিবিআই এবং ইডি-র মতো সংস্থাগুলির সাহায্যে ছত্তিশগড় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। বাঘেল বলেছেন যে নির্বাচনের ঠিক আগে ইডি তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। তিনি বলেন, ইডি-র মাধ্যমে কংগ্রেস সরকারের মানহানি করা হচ্ছে।প্রকৃতপক্ষে, ইডি দাবি করেছে যে ‘মহাদেব বেটিং অ্যাপের থেকে সিএম বাঘেলকে নিয়মিত অর্থ প্রদান করা হয়েছিল, যার মোট পরিমাণ ৫০৮ কোটি টাকা’। তবে, ইডিও এটিকে তদন্তাধীন বিষয় বলে বর্ণনা করেছে।