গত ৩১ অগস্ট সাংবাদিক রবি নায়ার এবং আনন্দ মাংনালে তাঁদের প্রতিবেদনে এই অভিযোগ করেছিলেন যে, সর্বজনীনভাবে তালিকাভুক্ত আদানি গোষ্ঠীর স্টকের বিদেশি মালিকরা ফ্রন্টম্যান হিসেবে কাজ করতেন। আর আদানি গোষ্ঠীকে নিয়ে সেই প্রতিবেদন লেখার ‘অপরাধে’ দুই সাংবাদিককেই তলন করেছিল গুজরাত পুলিশ। তবে ওই সাংবাদিকদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না বলে এবার গুজরাত পুলিশের তলবের ওপর শুক্রবার অন্তর্বর্তী নির্দেশ জারি করল সুপ্রিম কোর্ট।
অভিযোগ, আদানি গ্রুপ স্টক ম্যানুপুলেশন সংক্রান্ত নিবন্ধের পরিপ্রেক্ষিতে ওই দুই সাংবাদিককে হেনস্থা করে গুজরাত পুলিশ। তদন্তের নামে অভিযোগ দায়ের করে তাঁদের ডেকে পাঠানো হয়। তবে গুজরাত পুলিশের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে গুজরাত সরকারের ব্যাখ্য তলব করেছে।