মোদী জমানার প্রথম থেকেই বাড়ছে জ্বালানির দাম। অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় সব জিনিসেরও। যেমন ইতিমধ্যেই কেজি প্রতি পেঁয়াজের দাম আশি ছুঁয়েছে। কেন্দ্রের মোদী সরকারই এই পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযোগ তুলে হুগলির চুঁচুড়ায় পথে নামল তৃণমূল। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বের চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়াবাজার পর্যন্ত মিছিল করে শাসকদল। গলায় পেঁয়াজের মালা পরে সেই মিছিলে হাঁটতে দেখা গেল বিধায়ক এবং তাঁর অনুগামীদের।
অসিত বলেন, ‘পেঁয়াজের দাম আশি টাকা। তেলের দাম, গ্যাসের দামও চড়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে হু হু করে। কেন্দ্র তা নিয়ন্ত্রণ করতে পারছে না। একমাত্র তৃণমূলই মানুষের পাশে রয়েছে। আর কেউ নেই মানুষের পাশে। ২০২৪ সালে বিজেপিকে হঠাতে মানুষের আশীর্বাদ চাই। রাজ্য সরকারের টাস্ক ফোর্স রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার দাম নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়ছে বলেই পেঁয়াজের দাম বাড়ছে। এখানে রাজ্যের কিছু করার নেই।’