কেজরিওয়ালকে গ্রেপ্তার করে জেলে ভরা যেতে পারে। কিন্তু কেজরির আদর্শকে কি গ্রেপ্তার করা যায়? ইডির সমন এড়ানোর পর ভোটপ্রচারে গিয়ে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালকে। মধ্যপ্রদেশে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, জেলে যেতে ভয় পান না তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইডির দপ্তরে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল কেজরিকে।
এদিন মধ্যপ্রদেশের সিংরাউলিতে প্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানেই বলেন, ‘দিল্লিতে দাঁড়িয়ে ওরা রোজ হুমকি দিচ্ছে, কেজরিকে গ্রেপ্তার করবে। তবে তাতে কিছু এসে যায় না। কেজরিওয়াল জেলে যেতে ভয় পায় না। আমাকে গ্রেপ্তার করলেও আমার আদর্শকে গ্রেপ্তার করবে কী করে? লক্ষ, কোটি কেজরিওয়ালকে গ্রেপ্তার করবেন কী করে’?
মধ্যপ্রদেশের ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারেই বলেন, ‘ফলপ্রকাশের দিন আমি জেলে থাকব কিনা জানি না। তবে যেখানেই থাকি না কেন, আমি চাই এখানকার মানুষ আমার নাম নিক। তাঁরা বলুন, কেজরিওয়াল সিংরাউলিতে এসেছিলেন এবং মানুষ তাঁকে ঐতিহাসিক জয় দিয়েছেন’।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী। আপের তরফে বলা হয়, কেজরিওয়ালকে যে সমন ইডির তরফে পাঠানো হয়েছে সেটা বেআইনি। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পাঠানো। এই বেআইনি তলবে সাড়া দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।