আমজনতার উদ্দেশে বড়সড় প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অতিসম্প্রতি ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে একটি জনসভায় তিনি ঘোষণা করেছেন যে, তাঁর দল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতলে এবং ছত্তিশগড়ের পরবর্তী বিধানসভা নির্বাচনে জয়ী হলে দুই ঘণ্টার মধ্যে জাতিশুমারির ঘোষণা করা হবে। এর আগে রাহুল গান্ধী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার একটি নতুন প্রতিশ্রুতিও দিয়েছেন। সেখানে, ‘কেজি থেকে পিজি’, অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর পর্যন্ত ছত্তিশগড়ের প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে শিক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বিগত ২০১৮ সালে ছত্তিশগড়ে ক্ষমতায় আসার পর কংগ্রেসের দেওয়া তিনটি প্রতিশ্রুতির তালিকা দিয়ে তাঁর বক্তৃতা শুরু করেছিলেন রাহুল। বক্তৃতায় জানান, নির্বাচনে জয়ের পর কীভাবে সেই সব প্রতিশ্রুতি কংগ্রেসের সরকার পূরণ করেছিল। ধান সংগ্রহ সম্পর্কে রাহুল গান্ধী বলেছেন, সেটা কংগ্রেসের জন্য একটি বড় সাফল্য। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার এলে এই ধান সংগ্রহের হার বাড়তে পারে। শুধু একথা বলাই নয়। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতশুমারি করার আহ্বান জানিয়েছেন। সঙ্গে, ‘দরিদ্র ও অনগ্রসর লোকদেরকে সাহায্য করার জন্য শিল্পপতিদের বেছে নেওয়ার’, তাঁদের ওপর দায়িত্ব দেওয়ারও আহ্বান জানিয়েছেন কংগ্রেস সাংসদ।