অবশেষে নির্ধারিত হল দিনক্ষণ। আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ২০২৪-এর ২৮শে এপ্রিল হবে পরীক্ষা। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ (রবিবার) অনুষ্ঠিত হইবে। বিশদ বিবরণের জন্য ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে বোর্ডের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হচ্ছে।”
যে দুটি ওয়েবসাইটের কথা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেগুলি হল : www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। চলতি বছরেও এপ্রিল মাসেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। অন্তত ৯৮ হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার মাসখানেকের মাথায় ২৬শে মে ফলপ্রকাশ হয়। ফলপ্রকাশের মাসদেড়েকের মধ্যেই কাউন্সেলিং আরম্ভ হয়ে যায়।