আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। আর তার আগে সে রাজ্যে ভাঙন গেরুয়া শিবিরে। শাসক বিআরএসের পাশাপাশি দাক্ষিণাত্যের ওই রাজ্যে বিজেপি ছেড়ে অনেক নেতাই কংগ্রেসে যোগ দিচ্ছেন। এবার বিধানসভা ভোটে বিজেপির ইস্তাহার কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ জি বিবেকানন্দ বেঙ্কটস্বামী দলত্যাগ করে কংগ্রেসে যোগ দিলেন।
বিবেক মঙ্গলবার বিজেপি থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ২০০৯ সালের লোকসভা ভোটে পেড্ডাপল্লি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। বিবেকানন্দের বাবা জি বেঙ্কটস্বামী ছিলেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রথম সারির কংগ্রেস নেতা তথা ছ’বারের লোকসভা সাংসদ। রাহুল গান্ধীর তেলঙ্গানায় ভোট প্রচারের সময়ই দল বদলালেন বিবেক। কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা ভোটে বিবেকানন্দের ছেলে ভি কৃষ্ণকে পেড্ডাপল্লির চেন্নুর আসন থেকে প্রার্থী করা হতে পারে।