দুশ্চিন্তা কাটছে না অজি শিবিরে। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে একটি ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর এবার দেলে ফিরে গেলেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মিচেল মার্শ। কবে আবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি, তা নিয়েও সংশয় রয়েছে। পাশাপাশি, চোট সমস্যায় দিশেহারা নিউজিল্যান্ডও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আহত হলেন পেসার ম্যাট হেনরি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ক্রিকেটের তরফে জানানো হয়, বুধবার মাঝরাতেই দেশে ফিরে গিয়েছেন তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। অলরাউন্ডারের দলে ফেরা নিয়েও কোনও তথ্য মেলেনি। ফলে বিশ্বকাপে মার্শকে আদৌ দেখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভালো ফর্মে থাকলেও বিশ্বকাপের সেমিফাইনালে খেলা এখনও নিশ্চিত করতে পারেনি অজি-বাহিনী।
পাশাপাশি সমস্যায় কিউয়িরাও। ইতিমধ্যেই চোট পেয়ে রিজার্ভ বেঞ্চে রয়েছেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই চোট পেয়েছিলেন পেসার লকি ফার্গুসন। আবার সেই ম্যাচেই খেলতে নেমে গুরুতর আহত হন ম্যাট হেনরি। তাঁর পরিবর্ত হিসাবে তড়িঘড়ি কাইল জেমিসনের নাম ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে চাপে কিউয়িরা। তার মধ্যেই মাথাব্যথা বাড়াচ্ছে চোট-বিভ্রাট।