ক্ষমতায় আসার পর থেকেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছে মোদী সরকার। বারবার উঠেছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ১০০ দিনের কাজ নিয়ে এখনও চলছে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই। গ্রামবাংলার প্রান্তিক কৃষক-শ্রমিকদের প্রাপ্য আদায়ে দিল্লীর দরবারে তৃণমূলের বড়সড় আন্দোলনের পরও হয়নি কোনও সমাধান। পুজোর পর ফের প্রাপ্য আদায়ের দাবিতে আবারও আন্দোলনের আঁচ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টিতে রাজ্যপালও হস্তক্ষেপ করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের তরফে ১০০ দিনের কাজ নিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এমতাবস্থায় ফের সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুললেন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে ছড়ানো হচ্ছে ভুল তথ্য। আর এমনটা করা হচ্ছে রাজ্য সরকারের বদনাম ছড়ানোর উদ্দেশ্যেই।
এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ, মনরেগা প্রকল্পের বকেয়া প্রাপ্তি নিয়ে ভুল তথ্য ছড়ানোর ঘটনা তাঁর চোখে পড়েছে। প্রচার চলছে, কেন্দ্র নাকি বকেয়া মিটিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। লাগাতার রাজ্য সরকারের তরফে তার প্রতিবাদ চলছে। কিন্তু কেন্দ্র টাকা আটকেই রেখেছে। মানুষকে বোকা বানানোর জন্য এসব অপপ্রচার চলছে। সোশাল মিডিয়ায় তিনি আরও লিখেছেন, ”আমরা নিজেদের অধিকারের দাবিতে সঠিক পথে আন্দোলন চালিয়ে যাব। এসব অপপ্রচারের মাঝেও আমাদের বঞ্চিত শ্রমিক-কৃষকরা নিজেদের বকেয়া আদায়ের দাবি থেকে পিছিয়ে যাবে না।” প্রসঙ্গত, গত দুর্গাপুজোর আগে থেকেই ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে সুর চড়িয়েছে তৃণমূল। এমনকী দিল্লীতেও তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি যথেষ্ট আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। এর পর ফিরে রাজভবনের সামনেও বেশ কয়েকদিন ধর্না চালান বঞ্চিত কৃষক-শ্রমিকরা। রাজ্যপাল আশ্বাস দেন, তিনি বঞ্চিতদের হয়ে কেন্দ্রের কাছে বকেয়া মেটানোর দাবি তুলবেন। তাতেও কাজ না হলে নভেম্বর থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মধ্যে কেন্দ্রের তরফে রাজ্যপালকে চিঠি পাঠানো নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুললেন মমতা। এখন পরিস্থিতি কোন অভিমুখে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।