সম্প্রতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ধর্ষণের শিকার হয়েছিল মাত্র ১২ বছরের এক কিশোরী। সাহায্যের আশাত অর্ধ নগ্ন, রক্তাক্ত অবস্থায় প্রায় ১২ কিলোমিটার দরজায় দরজায় ঘুরেছিল সে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। অভিযুক্ত ২৪ বছরের এক অটোচালক ধরা পড়লেও নির্যাতিতার পরিবারের জীবনে কোনও উন্নতি হয়নি। বরং সাঁতারা জেলায় ওই কিশোরীর পরিবার এখন সামাজিক বয়কটের শিকার।
ঘটনাটি ঘটেছিল গত ২৬ ও ২৭ অক্টোবরের মধ্যে। তার পর এ নিয়ে প্রবল হইচই হয়। শিবরাজ সিং চৌহানের সরকারের তরফে আর্থিক সাহায্য-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা পূরণ করেনি তারা। কিশোরীর দাদার দাবি, ওই ঘটনার পর গ্রামে এক সামাজিক বয়কটের শিকার তাঁরা। কারণ তাঁরা নীচু জাতের মানুষ। প্রশাসনের কেউই এখন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাজি নন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই কিশোরীর গ্রাম থাকেন প্রায় ৭০০ মানুষ। তাদের অর্ধেকই নীচু জাতের। তার পরেও তারা বয়কটের শিকার।