শুভেন্দুর ভাই সৌমেন্দুকে তলব করল কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার ফাইল লোপাট কাণ্ডে সৌমেন্দুকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে অধিকারী পরিবার সূত্রে খবর, কাঁথি থানা সৌমেন্দুকে হাজিরা দিতে বললেও তিনি নাও যেতে পারেন। পরিবর্তে এ ব্যাপারে আদালতের রক্ষাকবচ চেয়ে মামলা করতে পারেন সৌমেন্দু। অধিকারী পরিবারের দাবি, এর আগে ওই এক মামলায় ১১ বার ডাকা হয়েছে সৌমেন্দুকে। স্রেফ হেনস্তা করার জন্যই এটা করা হচ্ছে।
তৃণমূলে থাকাকালীন সৌমেন্দু ছিলেন কাঁথি পুরসভার পুর প্রধান। এর আগে এ বছরের গোড়ায় শশ্মান দুর্নীতি মামলার সূত্রে সৌমেন্দুকে ডেকে পাঠিয়েছিল কাঁথি থানা। সেই সময়েও কলকাতা হাইকোর্টে মামলা করে রক্ষাকবচ চেয়েছিলেন সৌমেন্দু। তবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, সৌমেন্দুকে তদন্তে সহযোগিতা করতে হবে। তার পরদিনই শ্মশান দুর্নীতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে থানায় পাঠানো হয়েছিল তাঁকে। ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে সেদিন ১টা নাগাদ কাঁথি থানায় হাজিরা দিয়েছিলেন সৌমেন্দু।
কাঁথি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে প্রশাসক ছিলেন সৌমেন্দু। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর পরই সৌমেন্দুকে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে শ্মশানের জমির চরিত্র বদল করে মার্কেট কমপ্লেক্স তৈরি করা নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।