হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার নির্মলাদেবীকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। দেখা করেন নির্মলাদেবীর সঙ্গে। তাঁর চিকিৎসা কেমন চলছে, সেসব নিয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজও নেন। সূত্রের খবর, হাসপাতাল থেকে বেরিয়ে রাজভবন যাবেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, নির্মলাদেবীর বয়স ৮৭ বছর। তিনিও অর্থনীতির অধ্যাপক ছিলেন। এমনিতে সক্রিয় নির্মলাদেবী। ২০২১ সালে ছেলের নোবেল পুরস্কার প্রাপ্তির সময়েও বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বেশ ভালো সম্পর্ক। জানা গিয়েছে, কয়েকদিন আগে নির্মলাদেবী অসুস্থ হয়ে বাইপাসের ধারে এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই খবর পেয়ে বৃহস্পতিবার হাসপাতালে তাঁকে দেখতে যান মমতা। উল্লেখ্য, নোবেলজয়ী বঙ্গসন্তান ছাড়াও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের যে বিশেষ কমিটি তৈরি হয়েছিল, তাতে অন্যতম সদস্য হিসেবে রাখা হয়েছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া রাজ্যের আর্থিক বিষয়ক একাধিক পরামর্শের জন্য বিদেশবাসী নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।