দুঃসংবাদ সেলেকাও শিবিরে। অস্ত্রোপচারের পর দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তারকা ফুটবলার নেইমারকে। ফলত আগামী বছর কোপা আমেরিকায় হয়তো পাওয়া যাবে না তাঁকে। গত ১৮ই অক্টোবর ব্রাজিলের হয়ে খেলতে গিয়েই চোট পান নেইমার। চোখের জলে মাঠ ছাড়েন তিনি। তাঁর বাঁ পায়ের হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়েছে। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার হবে। ফলে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চলতি মাসেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ব্রাজিলের। সেই দু’টি ম্যাচে তো বটেই, আগামী বছর কোপা আমেরিকায় তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
প্রসঙ্গত, চোট পাওয়ার পর নেইমার সমাজমাধ্যমে লেখেন, “খুব দুঃখের, সবচেয়ে খারাপ মুহূর্ত। তবে আমি আশা ছাড়ছি না। এ বার আমার বন্ধুদের আরও বেশি পাশে দরকার। চোট এবং অস্ত্রোপচারের সময়টা মোটেই সহজ নয়। আবার চারটে মাস বাইরে বসে কাটাতে হবে এটা ভাবলেই খারাপ লাগছে। এই বিশ্বাসটাও রয়েছে যে শক্তিশালী হয়ে ফিরতে পারব।” নেইমার চার মাস বললেও আরও বেশি দিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। উল্লেখ্য,হস্যান্টোস বা বার্সেলোনায় খেলার সময় বিরাট বড় চোট পাননি নেইমার। কিন্তু প্যারিস সঁ জরমঁ-তে থাকাকালীন বহু বার চোট পেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি। এই বছরের মাঝামাঝি তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। সেখানে কিছু ম্যাচ খেলতে না খেলতেই আবার বড় চোট পেয়েছেন। ফলে আগামী কয়েক মাসও মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।