রমরমিয়ে চলল বেটিং! তাও আবার ম্যাচ চলাকালীন, স্টেডিয়ামের মধ্যেই! বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের দিন ইডেনে এই কাণ্ড ঘটিয়েছে ৩ যুবক। তাদের তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সমীর খান, মণীশ ও আশিস বত্রা। মধ্যপ্রদেশের গোয়ালিওরের বাসিন্দা সমীর ম্যাচ চলাকানীল ইডেনের গ্যালারিতে বসে বেটিং চালাচ্ছিল বলে অভিযোগ।
এরপর সমীরকে হাতেনাতে ধরে আইসিসির দুর্নীতি দমন শাখা। এর পর তাঁকে ময়দান থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির দুই যুবক মণীশ ও আশিসের নাম জানতে পারে। পুলিশ জানিয়েছে, শেক্সপিয়ার সরণী এলাকার একটি হোটেলে মণীশ ছিলেন। হেয়ার স্ট্রিট এলাকার একটি হোটেলে ছিলেন সমীর ও মণীশের সহযোগী আশিস।