এবার ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল এক সন্দেহভাজন বাংলাদেশি গরুপাচারকারির। বুধবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়ার ফকিরগছে এক ব্যক্তি চাষের জমিতে কাজ করতে গিয়ে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। এ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জায়গাটি ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের ১৭৬ নম্বর ব্যাটালিয়নের ২০ নম্বর গেটের কাছে।
স্থানীয়দের দাবি, গতকাল রাতে বাংলাদেশি গরুপাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের তর্কাতর্কি হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ৩-৪ রাউন্ড গুলি চালায় বিএসএফ। তবে বিএসএফ সূত্রে খবর, ওই গুলিতে যে কারও মৃত্যু হয়েছে তা তারা বুঝতে পারেনি। কিছুদিন আগেও এক বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকায়।
সীমান্তের কাঁটাতারের ভেতরে বেশ কিছু কৃষকের জমি রয়েছে। চাষিরা সেই জমিতে গেলে ওই মৃতদেহ দেখতে পান। তড়িঘড়ি তারা খবর দেন বিএসএফকে। খবর পেয়েই বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। চলে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ।