প্রায় ৫০ দিন পর নবান্নে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুরু থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকেন মুখ্যমন্ত্রী। একাধিক দফতরের অফিসারদের সঙ্গে নানা আলোচনা করেন। এমনকী একের পর এক বৈঠকও করলেন। তবে একটি বড় সিদ্ধান্তও নিলেন। সেটি হল, মন্ত্রিসভার বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করা।
এদিন পুলিশ প্রশাসনেও রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ মন্ত্রিসভার বৈঠক বসেছিল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। দুর্গাপুজোর আগে ১২ অক্টোবর সেই বৈঠক হয়েছিল। পয়ে চোটের জেরে মুখ্যমন্ত্রী তখন চিকিৎসকদের পরামর্শে বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। দুর্গাপুজোর ছুটির পর আবার বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক।
আগামী ৮ নভেম্বর বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক বসবে নবান্নে। ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রিসভার সদস্য (বনমন্ত্রী) তথা তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তারপর এই মন্ত্রিসভার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে একাধিক দফতরের অফিসারদের নির্দেশিকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, নতুন কেউ বনমন্ত্রীর পদ পান কিনা।