স্বেচ্ছাসেবী সংগঠন সবরং ট্রাস্টের তহবিল তছরুপের মামলায় বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ ও তাঁর স্বামী জাভেদ আনন্দ। গুজরাত হাই কোর্ট তাঁদের আগাম জামিন দিয়েছিল। সেই রায়ই বজায় রাখল শীর্ষ আদালত। খারিজ করে দিল গুজরাটত সরকারের আর্জি। সেই সঙ্গে তিস্তা ও তাঁর স্বামীকে তদন্তে সহায়তা করার নির্দেশ দিল।
অতিরিক্ত সরকারি কৌশুলি এস ভি রাজু এদিন আদালতে অভিযোগ করেন, তিস্তা ও জাভেদ তাঁদের তদন্তে সহযোগিতা করছেন না। এর পরই বিচারপতি এস কে কৌলের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ওই দম্পতিকে নির্দেশ দেয় তদন্তে সবরকম সহযোগিতা করার জন্য।
উল্লেখ্য, ওই বেঞ্চের বাকি দুই সদস্য বিচারপতি সুধাংশে ধুলিয়া ও পি কে মিশ্র। বেঞ্চের তরফে জানানো হয়েছে, ‘এখনও চার্জশিট দাখিল করা হয়নি। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছেন, সহযোগিতা করা হচ্ছে না। সেক্ষেত্রে অভিযুক্তদের সব রকম সহযোগিতা করতে হবে, যখন প্রয়োজন পড়বে’। সেই সঙ্গে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি গুজরাত হাই কোর্ট এই মামলায় যে মন্তব্য করেছিল তার উল্লেখও করেন বিচারপতিরা।
প্রসঙ্গত, ২০০৮ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ে সবরং ট্রাস্ট নামের স্বেচ্ছাসেবী সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ রয়েছে তিস্তাদের বিরুদ্ধে। সব মিলিয়ে ১.৪ কোটি টাকার তছরুপের অভিযোগ।