পায়ের চোটের কারণে বিদেশ সফর থেকে ফিরে এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচি হোক বা রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড— ভার্চুয়ালি অংশ নিলেও সরাসরি থাকতে পারেননি তিনি। এমনকী কলকাতা এবং জেলার বিভিন্ন দুর্গাপুজোও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। অবশেষে পায়ের চোট সারিয়ে ফের নবান্নে এলেন মুখ্যমন্ত্রী। করলেন সাংবাদিক বৈঠকও। যেখানে বাংলার পুজোর ভুয়সী প্রশংসা করলেন তিনি। আবার বকেয়া আদায়ে মোদী সরকারকে হুঁশিয়ারিও দিলেন।
এদিন মমতা বলেন, ‘১০০ দিনের টাকা না ছাড়লে ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করব। আন্দোলন কিন্তু চূড়ান্ত জায়গায় যাবে। ১৬ তারিখ কর্মসূচি ঘোষণা করব’। তিনি আরও বলেন, ‘বড় মিনিস্টার ছিল না। ছোট মিনিস্টার সময়ে দিয়েও, তিনি অফিসে থেকেও, ৭ জন বঞ্চিত গিয়েছিল, তাদের কারও সঙ্গে দেখা করেননি। আমাদেরও একটা সরকার চলছে, তিনবার। আরও আগামী দিন চলবে। কারও ক্ষমতা নেই এখানে হাত দেওয়ার যতই চেষ্টা করে দেখুন। চেষ্টা করে যান, কোনও ত্রুটি নেই। টেলিভিশন চ্যানেলগুলি ভোট দেয় না। ভোট দেয় মানুষ’।