বিগত কয়েকদিন ধরেই মারাঠা সংরক্ষণের দাবিতে জ্বলছে মহারাষ্ট্র। ইতিমধ্যেই এনডিএ শাসিত এই রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষোভ-অশান্তি ছড়িয়েছে। সোমবার যেমন এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিদ জেলার আরও ২ বিধায়কের বাড়িতেও হামলা হয়। আবার, গতকাল মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে যায় পথ অবরোধ ও রেল রোকোর কারণে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে চরম হুঁশিয়ারি দিয়েছেন মারাঠা সংরক্ষণের দাবিতে অন্যতম আন্দোলনকারী মনোজ জারাঙ্গে পাটিল। মঙ্গলবারই তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি বিশেষ অধিবেশন বসিয়ে অবিলম্বে মারাঠা সংরক্ষণে অনুমোদন না দেওয়া হয়, তবে আমি জল পানও বন্ধ করব’। এদিকে, হুমকির পরই তাঁকে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। প্রায় ২০ মিনিট তাঁদের কথা হয়।
