জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে এবার মোদী সরকার তথা কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে বসে সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন, “দোষ প্রমাণের আগেই গ্রেফতার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন। সব মিনিস্টারকে অ্যারেস্ট করে দিচ্ছে কিছু না কিছু করে। সরকারকে কাজই করতে দেবে না। এক তরফা একটা পার্টিকে দোষ দিয়ে যাচ্ছেন।” পাশাপাশি, মমতার অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টের গাইডলাইনও ভায়োলেট করছে। “দোষ প্রমাণের আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। একটা লোককে কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেগে দিচ্ছে। একবারও ভেবে দেখেছ, তাঁর ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে? তাঁর সতীর্থদের কী হচ্ছে?”, প্রশ্ন তুলেছেন তিনি।
পাশাপাশি, বিজেপিকে একহাত নিয়ে মমতার বক্তব্য, “আজ তুমি ক্ষমতায় আছ। দম্ভে অনেক কাজ করবে। একদিন তুমি ক্ষমতায় থাকবে না। সব ধরা পড়বে। সব বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়লে কিন্তু সাবধান।” পাশাপাশি, রেশন দুর্নীতির জন্য এদিন পূর্বতন বাম সরকারকে কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি অভিযোগ করেন, “আমরা যখন ক্ষমতায় এলাম তখনও বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেই কার্ডে রেশন তুলে খোলাবাজারে বিক্রি হত। সেই টাকা কোথায় গেল? কোনও তদন্ত হয়েছে?” এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। “বামফ্রন্টের লোকেরা তো সব জায়গায় আছে। আমি তো কারও চাকরি খাইনি। কী করে চাকরি পেয়েছে কেউ জানে না। একজনের নামে আরেকজনও চাকরি করছে। যত দোষ, নন্দ ঘোষ। কত চিটফান্ড তৈরি হয়েছে বাম আমলে। একটারও বিচার হয়েছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে”, স্পষ্ট জানিয়েছেন মমতা।