অবশেষে নেমে এল বড়সড় শাস্তির খাঁড়া। স্পেনের ফুটবল কর্তা লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নির্বাসিত করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। গত আগস্ট মাসে মহিলাদের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের শেষে হারমোসোকে চুম্বন করেছিলেন রুবিয়ালেস। এর আগে তিন মাসের জন্য রুবিয়ালসকে নিলম্বিত করেছিল ফিফা। রুবিয়ালেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি অনুমতি ছাড়াই হারমোসোকে চুম্বন করেছিলেন। নিগ্রহের অভিযোগ করেছিলেন মহিলা ফুটবলার হারমোসো।
যদিও রুবিয়ালেস দাবি করেছিলেন, তিনি হারমোসোর অনুমতি নিয়ে তবেই চুম্বন করেছিলেন। তদন্তের পর রুবিয়ালসকেই দোষী সাব্যস্ত করেছে ফিফা। এদিন ফিফার নির্দেশ, “লুইস রুবিয়ালেসকে ফুটবলের সব কিছু থেকে নিষিদ্ধ করা হল। আগামী তিন বছরের জন্য কোনও রকম ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি।” সোমবার ফিফা নির্দেশ দেওয়ার পর এটাও বলেছে যে, তাদের নির্দেশকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রয়েছে রুবিয়ালেসের। চাইলে ফিফার কমিটির কাছে আবেদন করতে পারেন তিনি।