বিশ্বকাপ চলাকালীন আচমকাই দুঃসংবাদ অজি শিবিরে। চোট পেয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিকেট.কম.এইউ-এর প্রতিবেদন অনুযায়ী, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল। কনকাশন হয় তাঁর। সেই কারণেই ৪ঠা নভেম্বরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ম্যাক্সওয়েলের প্রত্যাবর্তন পুরোপুরি নির্ভর করছে তাঁর সুস্থতার উপর।
প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছেন অজিরা। তার পর বেশ কয়েকদিনের বিশ্রাম পেয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২৮ তারিখের পরে অজিদের ম্যাচ ৪ঠা নভেম্বর। দুটো ম্যাচের মধ্যে যে সময় পাচ্ছেন অজিরা, সেই সময়ে গল্ফ খেলে নিজেদের মানসিক দিক থেকে চাঙ্গা রাখার কাজ করছেন ডেভিড ওয়ার্নাররা। এবারই যে প্রথমবার ম্যাক্সওয়েল এমন দুর্ঘটনার কবলে পড়লেন, এমন নয়। এর আগেও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরে বন্ধুর পার্টিতে গিয়ে পা ভাঙেন তিনি। দীর্ঘ রিহ্যাবের পরে ভারতের বিরুদ্ধে সিরিজে ফিরে আসেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের আগে ওই একই চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল ম্যাক্সওয়েলকে। এবার ফের চোটের কবলে পড়লেন তিনি।