গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। গাজা থেকে মিনিট কুড়ির মধ্যে ছোঁড়া হয় ৫ হাজার রকেট। এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। সেই যুদ্ধ ইতিমধ্যেই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। গাজা ভূখণ্ডে আক্রমণের ধার এবং ভার দুইই ক্রমশ বাড়িয়ে চলেছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে যুদ্ধ থামানোর কথা বলেছে রাষ্ট্রসঙ্ঘ। সংঘর্ষবিরতি প্রস্তাব নিয়ে ভোটাভুটি চলছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে। শান্তি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে অনেক দেশও। কিন্তু এসব কিছুই মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর স্পষ্ট কথা, ‘যুদ্ধ থামানোর প্রশ্নই নেই। সংঘর্ষবিরতি মানছি না। হামাসকে খতম করেই শ্বাস নেব। তার জন্য যতদূর যেতে হয় যাব।’
প্রসঙ্গত, নতুন করে গাজায় আক্রমণ শুরু করেছে ইজরায়েল। গ্রাউন্ড অ্যাটাক শুরু হয়ে গেছে সোমবার থেকেই। শয়ে শয়ে যুদ্ধট্যাঙ্ক ঘিরে পেলেছে গাজার সীমান্ত। গোলাবর্ষণ চলছে সমানে। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি, এটা কোনও অপারেশন নয়। হামাস ইজরায়েল ও তার নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। ওরাই প্রথম হামলা চালিয়েছে। আমি সমস্ত জঙ্গি ও অনুপ্রবেশকারীদের নিকেশ করার নির্দেশ দিয়েছি। বিপুল বাহিনী মোতায়েন করেছি। শত্রুদের এমন মূল্য চোকাতে হবে যা ওরা কল্পনাও করতে পারবে না।’ ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হামাস বড় ভুল করেছে। ওদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে।’