পায়ের চোটের কারণে বিদেশ সফর থেকে ফিরে এক মাসের বেশি সময় ধরে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মসূচি হোক বা রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড— ভার্চুয়ালি অংশ নিলেও সরাসরি থাকতে পারেননি তিনি। এমনকী কলকাতা এবং জেলার বিভিন্ন দুর্গাপুজোও ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। তবে সূত্রের খবর, সব ঠিক থাকলে আজ মঙ্গলবার নবান্নে আসতে পারেন মুখ্যমন্ত্রী। সেই ১১ সেপ্টেম্বর শেষবার সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্নে। এতদিন পরে আবার নবান্নে আসতে পারেন তিনি।
প্রসঙ্গত, স্পেন ও দুবাই সফর সেরে গত ২৩ সেপ্টেম্বর সন্ধেয় কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে স্পেন সফরে নতুন করে পাওয়া তাঁর পায়ের চোটের চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। পুজোর উদ্বোধন বাড়ি থেকেই করেন তিনি। যদিও ঘরে থাকলেও প্রশাসন ও দলীয় কর্মসূচির নিয়মিত তদারকি করেছেন বাড়ি থেকেই। অক্টোবরের ২ এবং ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের আন্দোলন ছিল। সেখানেও যেতে পারেননি। তার পর ৫ অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নাতেও ছিলেন না। নবান্নের বদলে কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন।