গত সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডুকে। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধানকে গ্রেপ্তার করে নান্দিয়াল জেলার পুলিশ এবং সিআইডি
অবশেষে এবার সেই মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেছে অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট বলে খবর। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ড়ু। তার পর আদালতে গেলেও টিডিপি প্রধানের জামিনের আবেদন খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাই কোর্ট। এবার তাঁকে স্বস্তি দিয়ে চার সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে উঠেছেন টিডিপি সমর্থকরা।