ক্যাশ ফর কোয়্যারি মামলার মাঝেই এবার নয়া বিতর্ক। ইন্ডিয়া জোটের একের পর এক সাংসদের আইফোন হ্যাকের অভিযোগ। একে একে অ্যাপল থেকে আসা সতর্কবার্তার স্ক্রিনশট পোস্ট করেছেন শশী থারুর, প্রিয়াঙ্কা চতুর্বেদী। তালিকায় রয়েছে সীতারাম ইয়েচুরি, পবন খেরা, রাঘব চড্ডারাও। আসাদুদ্দিন ওয়াইসির আইফোনও হ্যাক করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের তিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহের দফতর।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে, ‘এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকী ক্যামেরা এবং মাইক্রোফোনও অ্যাকসেস করতে পারবে তারা। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’
শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, ‘আমি বিগত ২০ বছর ধরে অ্যাপলের আইফোন ব্যবহার করি। কিন্তু, এমন রাষ্ট্রের দ্বারা হ্যাকিংয়ের খবর জানিয়ে মেসেজ অ্যালার্ট এই প্রথম পেলাম। কতটা ফ্রাস্ট্রেটেড হলে কেন্দ্র বিরোধী নেতাদের ফোন হ্যাক করতে পারে।’
অ্যাপল থেকে আসা স্ক্রিনশট পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনি লেখেন, ‘অ্যাপল আইডি থেকে এই নোটিফিকেশন পেলাম। আমি বিষয়টি নিশ্চিত করে দেখেছি। এটি অথেনটিক। খুশি হলাম জেনে যাদের কোনও কাজ নেই সেই আধিকারিকরা আমাদের মতো করদাতাদের ফোন হ্যাক করছে। আর কোনও গুরুত্বপূর্ণ জিনিস করার নেই?’