রেশন দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তার মধ্যেই প্রকাশ্যে এল রেশন বণ্টন নিয়ে এ রাজ্যের খাদ্যদপ্তরের ভূমিকায় কেন্দ্র সরকারের হাতখোলা প্রশংসাসূচক চিঠি। রাজ্যের রেশন ব্যবস্থাকে ক্লিনচিট দিয়ে খাদ্যমন্ত্রক সম্প্রতি সেই চিঠি পাঠিয়েছে।
রেশন বিলি প্রক্রিয়া মসৃণ করতে যেভাবে সমস্ত কার্ড ডিজিটাইজড করার দিকে গিয়েছে রাজ্য, সেই উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়েছে। তার সঙ্গে আরও একটি দিক উল্লেখযোগ্য। কোন মাসে কতটা রেশন বিলি হল, কতটা বাকি থেকে গেল, সেই বিস্তারিত তথ্য কেন্দ্র সরকারের পোর্টালে তুলে দিতে হয়। এই কাজে ফাঁক থাকলে পরের মাসের খাদ্যসামগ্রী পাঠায়ই না কেন্দ্র। প্রশংসার সেই চিঠিতে কেন্দ্র জানিয়েছে, প্রত্যেক মাসে নির্ভুলভাবে সেই তথ্য জানাতে পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে।
এই চিঠি এমন সময় এসে পৌঁছেছে যখন রেশনে সামগ্রী বিলি নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপি-সহ সমস্ত বিরোধীই খাদ্যদপ্তরের দিকে আঙুল তুলছে। এ নিয়ে সোমবার দিনভর কলকাতায় খাদ্য ভবনের সামনেও বিক্ষোভ দেখায় কংগ্রেস ও সিপিএম। তারা বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পদত্যাগ দাবি করে। এর মধ্যেই কেন্দ্রের প্রশংসাসূচক চিঠি কার্যত পালটা চাপে ফেলে দিল বিজেপি-সহ রাজ্যের বিরোধী দলগুলিকে।