সামনেই দেশের লোকসভা নির্বাচন। আর তার আগে বারবার প্রকাশ্যে চলে আসছে বঙ্গ বিজেপির অন্তর্কলহ। ঘটছে বাঁকুড়ায় কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকারকে তালাবন্দি করে রাখা থেকে দলের সাংগঠনিক রদবদল নিয়ে বিজেপি বিধায়ক অসীম সরকারের ফেসবুকে ক্ষোভ প্রকাশের মত ঘটনা। এই পরিস্থিতিতে দলের বসে যাওয়া অভিজ্ঞ কর্মী-নেতাদের পক্ষেই বারবার সওয়াল করছেন দিলীপ ঘোষ। এমনকী, রাজ্য পার্টির বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী সোমবার পর্যন্ত বিজয়া সম্মিলনীর আয়োজন করে উঠতে না পারলেও নিজের ‘অনুগামী’দের নিয়ে ঘটা করে অনুষ্ঠান সেরে ফেললেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। পুরনো কর্মী-সমর্থকদের নিয়ে পার্টির ‘আদি’ সদর দপ্তরে সোমবার বিকেলে জলযোগ সহকারে বিজয়া সারলেন তিনি। সেখানে উঠল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও। বহু প্রাক্তন জেলা সভাপতি ও পদাধিকারীই সেই বিজয়া সম্মিলনীতে যোগ দেন।
রবিবার রাতেই বিজেপির কোর কমিটির বৈঠকে দলের পুরনো কর্মীদের কাজে ফেরানো নিয়ে দিলীপ দাবি তোলেন বলে গেরুয়া শিবির সূত্রে জানা যায়। এটাও শোনা যায় যে কী ভাবে এই কাজ করতে হবে তার পরামর্শ দিতে গিয়ে তিনি বলেছেন, ছোট ছোট এলাকা ধরে দলের বিজয়া সম্মেলন করে যে সব ‘আদি’ নেতা, কর্মীদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে তাঁদের ডাকা হোক। এ বিষয়ে রাজ্য বিজেপি কোনও সিদ্ধান্ত না নিলেও দিলীপ সোমবার সকালেই জানিয়ে দেন মুরলীধর সেন লেনের দপ্তরে বিজয়া সম্মেলন করবেন তিনি।
সেই মতো সোমবার বিকেল ৫টায় ৬ মুরলী ধর সেন লেনের অফিসে চলে আসেন দিলীপ ঘোষ। পরে দিলীপকে ঘিরে দেখা গেল উল্লাস। স্লোগান উঠল— ‘হাউ ইজ দ্য জোশ! দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ।’ এর ফলে দিলীপ বনাম সুকান্ত দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।