অনন্য নজির গড়লেন আর্জেন্টিনীয় ফুটবল তারকা লিওনেল মেসি। সোমবার রাতে নিজের অষ্টম ব্যালন ডি’অর খেতাব জিতলেন তিনি। বিশ্বকাপ জয়ের পর প্রথমবার এই খেতাব উঠল তাঁর হাতে। মঞ্চে দাঁড়িয়েই মেসি জানালেন, এই ট্রফি কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করছেন তিনি। প্রসঙ্গত, ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০২১ সালে শেষবার ব্যালন ডি’অর পেয়েছিলেন মেসি। আর এই নিয়ে অষ্টমবার এই ট্রফি জিতলেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নরওয়ের তরুণ তারকা আর্লিং হালান্ড। কিলিয়ান এমবাপে ও কেভিন ডি’ব্রুইন রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
উল্লেখ্য, সোমবারই ছিল মারাদোনার জন্মদিবস। সেদিনই প্যারিসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ট্রফি নিয়ে মেসি বলেন, “শুভ জন্মদিন দিয়েগো। এই ট্রফি তোমার জন্য। শেষবার এই ট্রফি জিতেছিলাম আর্জেন্টিনার কোপা জয়ের পর। এবার বিশ্বকাপের পরে জিতলাম বলে আরও বেশি স্পেশাল এবারের ব্যালন ডি’অর।” বিগত ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর ওঠে মেসির হাতে। তার পর মোট আটবার ট্রফি জিতলেন বিশ্বকাপজয়ী তারকা। তবে পুরস্কার জয়ের মঞ্চেই নিজের অবসর নিয়ে মুখ খোলেন মেসি। সাফ জানিয়ে দেন, এখনই দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনায় যেতে চান না। আপাতত প্রত্যেকটা দিন উপভোগ করতে চান। বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার পর ইন্টার মায়ামি ক্লাবে সই করেন মেসি। সেখানেও তাঁকে দেখা গিয়েছে দুরন্ত ছন্দে।