বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে ফের এক ট্র্যাকে দুটি ট্রেন ঢুকে পড়ায় মুখোমুখি সংঘর্ষ। একটি ট্রেনের ১১টি বগিতে সজোরে ধাক্কা। রবিবার রাতে অন্ধ্রের বিশাখাপত্তনমে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে রেল সূত্রে খবর। আহত অন্তত ৫০ জন।
ফের আরেক রেল দুর্ঘটনার সাক্ষী দেশ। এ নিয়ে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রেলের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন। ‘কবে ঘুম ভাঙবে?’, এক্স হ্যান্ডলে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
রবিবার সন্ধে ৭টা নাগাদ অন্ধ্রের বিশাখাপত্তনমে দুর্ঘটনাটি ঘটে। বিশাখাপত্তনম-রায়গড় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের। দুই ট্রেনের সংঘর্ষে রেললাইন থেকে ছিটকে গিয়ে উলটে যায় রায়গড়গামী ট্রেনের মোট ১১ টি কামরা। ঘটনাটি ঘটে আলামান্ডা এলাকায়। এক্স হ্যান্ডলে দুর্ঘটনার খবর জানিয়েছেন রেলমন্ত্রীর অশ্বিণী বৈষ্ণব।
এনিয়ে রাতেই সোশাল মিডিয়ায় পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার বর্ণনা দিয়ে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। উদ্ধারকাজ আরও দ্রুততার সঙ্গে হওয়া উচিত বলে মনে করেন তিনি। এর পরই প্রশ্ন তোলেন, আর কবে ঘুম ভাঙবে রেলের?