কখনও গবাদি পশুর ধাক্কায় ট্রেনের ক্ষতি, তো কখনও ট্রেনের ধাক্কায় মহিলা বা শিশুর মৃত্যু— বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস। এবার উত্তরপ্রদেশে এই ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। রবিবার রাতে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪০ বছর বয়সী মহিলা ও তাঁর দুই মেয়ের। প্রহরীযুক্ত লেবেল ক্রসিং পার করছিলেন মা ও দুই মেয়ে। সেই সময় দ্রুত গতিতে আসা বন্দে ভারতের ধাক্কায় মৃত্য়ু হয় তিন জনের। পুলিশের সুপারইনটেনডেন্ট পিযূষ কুমার সিং জানিয়েছেন, কসমপুর লেবেল ক্রসিংটি বন্ধ করা ছিল। সেই সময় চলে আসে ট্রেনটি। আর তারপরই দুর্ঘটনা। দেহগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম মোনা (৪০), তাঁর দুই মেয়ে মণীষা (১৪) ও চারু (৭)। বাবা নরেশের সঙ্গে হাতে টানা গাড়িতে চেপে যাচ্ছিল দুই মেয়ে। সঙ্গে ছিলেন স্ত্রীও। লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছে ব্যক্তি দেখেন ক্রসিংয়ের গেট বন্ধ রয়েছে। সে সময় তাঁদের তর সয়নি। কাঠের গাড়িটি নিয়ে লেবেল ক্রসিংয়ের গেটের নীচে দিয়েই পার হয়ে যান। এরপর কিছু না বুঝেই লাইন পার হওয়ার চেষ্টা করেন তাঁরা। সেই সময় দ্রুত গতিতে আসছিল একটি সেমি হাইস্পিড বন্দে ভারত। চোখের নিমেষে কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটির ধাক্কা দেয়। দুই মেয়েকে নিয়ে ছিটকে পড়েন মোনা। নরেশ কোনওক্রমে বেঁচে যান। কাঠের গাড়িটির পিছনের দিকে ট্রেনটি ধাক্কা মারে। নরেশ বেঁচে গেলেও মৃত্যু হয় মা ও দুই মেয়ের।