মারাঠা সংরক্ষণ ইস্যুতে উত্তপ্ত মহারাষ্ট্র। সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগাল বিক্ষোভকারীরা। বিধায়কের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। মারাঠা সংরক্ষণের দাবিতে অনশন আন্দোলন চালাচ্ছেন মনোজ জারাঙ্গে পাটিল। তাঁকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জেরেই এদিন হামলা হয়েছে এনসিপি বিধায়কের বাড়িতে। তবে বিধায়ক এবং তাঁর পরিবারের লোকেরা অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে।
বাড়িতে হামলার পর এনসিপি বিধায়ক জানিয়েছেন, ‘হামলার সময় আমি বাড়ির ভিতরেই ছিলাম। ভাগ্যের জোরে পরিবারের সদস্য ও কর্মীরা কেউ আহত হননি। আমরা অক্ষত থাকলেও বিপুল ক্ষতি হয়েছে সম্পত্তির’। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়ি। পাশাপাশি বিধায়কের গাড়িতেও হামলা হয়েছে বলে খবর।
এদিকে, মারাঠা সংরক্ষণ বিক্ষোভের প্রভাব পড়েছে পুনেতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের ম্যাচেও। সেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে খেলা চলছে। খেলার মধ্যে গোলমাল এড়াতে পুলিশ কালো পোশাক পরা দর্শকদের ফিরিয়ে দিচ্ছে। প্রতিবাদীরা খেলা চলাকালীন রাজনৈতিক বিবৃতি দিতে পারে, এই আশঙ্কাতেই তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হচ্ছে না।