শুক্রবার রেড রোডে অনুষ্ঠিত হয়েছে এ বছরের দুর্গাপুজো কার্নিভাল। ওইদিন মোট ছিয়ানব্বইটা প্রতিমা এসেছিল কার্নিভালে অংশ নিতে। তার মধ্যে আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ টানে চালতাবাগান সর্বজনীনের চোখ ধাঁধানো প্রতিমা। তিনি চাননি সেই প্রতিমা জলে পড়ুক। তাঁর ইচ্ছাতেই ওই প্রতিমা এবার দেখা যাবে বছরের যে কোনও সময়। রাখা থাকবে আলিপুর জেল মিউজিয়ামে।
এ বছর ৭৯ তম বছরে যন্ত্রশিল্পীদের স্যালুট জানিয়েছিল চালতাবাগান। মানানসই প্রতিমা গড়েছিলেন শিল্পী সুবল পাল। নটরাজ স্টাইলের সেই প্রতিমা দেখলে মনেই হয় না মাটির। পিতল রঙা প্রতিমার অঙ্গে ক্ষুদ্র নিখুঁত কাজ। চালতাবাগান সর্বজনীনের সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘কার্নিভালে যখন চালতাবাগান সর্বজনীনের প্রতিমা আসে, মুগ্ধ চোখে দেখেন মুখ্যমন্ত্রী। দ্রুত মেয়র ফিরহাদ হাকিমকে দিয়ে খবর পাঠান আমাদের কাছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন এই প্রতিমা সংরক্ষণ করা হোক। তোমরা কি রাজি?’
মুখ্যমন্ত্রীর এ হেন ইচ্ছা শুনে চিন্তায় পড়ে যান চালতাবাগানের কর্তারা। কারণ আগে থেকেই স্থির করা ছিল যে প্রতিমা বিসর্জন হবে। ফলে দ্রুত ডাকা হয় মিটিং। সেখানেই কথা বলে নেন চালতাবাগান সর্বজনীনের উদ্যোক্তারা। তাঁরা সিদ্ধান্ত নেন যে বিসর্জন হবে না। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে প্রতিমা রাখা হবে আলিপুর জেল মিউজিয়ামে। ক্লাবের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিটি সদস্য। বলেছেন, ‘আমরা চিরকৃতজ্ঞ তাঁর সিদ্ধান্তে।’