ফের নির্বাচনী লড়াইয়ে নামতে চলেছেন মহম্মদ আজহারউদ্দিন। ক্রিকেটের ময়দানে তাঁর দৃষ্টিনন্দন ফ্লিক শট এবং দুরন্ত ফিল্ডিংয়ের জন্য সুপরিচিত ছিলেন তিনি। তারপর রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাঁকে। শনিবারই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। প্রাক্তন সাংসদ মধু গৌড় ইয়াকসি, রাজ্য কংগ্রেসের পরিচিত মুখ পুনম প্রভাকর, কান্দি শ্রীনিবাস রেড্ডি, সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসা কে রাজগোপাল রেড্ডিদের সঙ্গে তালিকায় নাম রয়েছে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনেরও। আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে, জুবিলি হিলস আসন থেকে তাঁকেই প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস। আর টিকিট পেয়েই আজহার জানালেন, ২২ গজের মতোই ভোটের ময়দানেও আক্রমণাত্মক শৈলীতে ব্যাট করবেন তিনি। আর নতুন পিচে ফিল্ডিংয়ে করবেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। ফসকাবেন না একটিও ক্যাচ।
রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে আজহার জানান, “এবার আমার নিজের রাজ্য থেকে আমায় টিকিট দেওয়া হয়েছে। তাই আমি খুবই খুশি হয়েছি। এর জন্য আমি অবশ্যই আমার হাইকমান্ডকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই, মল্লিকার্জুন খাড়গেজি, সনিয়া গান্ধীজি, রাহুলজি, প্রিয়ঙ্কাজিকে। সবথেকে গুরুত্বপূর্ণ হল, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি প্রধান এ রেবন্ত রেড্ডিকে ধন্যবাদ জানাতে চাই। ইনশাআল্লাহ, আমরা আমাদের যথাসাধ্য দিয়ে লড়াই করব এবং নির্বাচনে অবশ্যই জয়ী হব।” আগামী ৩০শে নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনের ভোটগ্রহণ। ৩রা ডিসেম্বর ঘোষিত হবে ফলাফল।