এখনও পুরোপুরি সারেনি চোট। তবে দ্রুত সুস্থ হয়ে বাইশ গজে ফিরতে মরিয়া হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। ভারতের হয়ে শেষ দু’টি ম্যাচে খেলতে পারেননি হার্দিক। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলে ফিরতে পারেন তিনি। ‘‘বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক নেটে অনুশীলন শুরু করেছে। চিকিৎসকেরা ওর উপর নজর রেখেছেন। হার্দিক এখন অনেকটাই সুস্থ। কিন্তু ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। একেবারে সুস্থ হওয়ার পরেই হার্দিককে খেলানো হবে’’, জানিয়েছেন রিপোর্টে বোর্ডের জনৈক আধিকারিক বলেন।
পাশাপাশি, উক্ত আধিকারিক আরও বলেন, ‘‘সেমিফাইনালের আগে হার্দিক সুস্থ হয়ে যাবে। এই সময় ওকে দলের সঙ্গে রাখা মানে দলেরও সমস্যা। তাই হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। তবে বেঙ্গালুরুতে ম্যাচের দিন ভারতের সাজঘরে ওকে দেখা যেতে পারে। সেটাই ভারতের রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচ। তাই সেই ম্যাচেই দলে যোগ দিতে পারে হার্দিক।’’ বাংলাদেশের বিরুদ্ধে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে গোডালিতে চোট পান হার্দিক। পরে জানা যায়, তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে। তার পর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন হার্দিক। প্রথমে জানা গিয়েছিল, দু’টি ম্যাচ খেলতে পারবেন না তিনি। পরে জানা গিয়েছে, রাউন্ড রবিন পর্বে আর খেলবেন না হার্দিক। চিকিৎসকেরা তাঁকে সেমিফাইনালে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।