২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তহবিল শেষ হয়ে যাওয়ায় ক্রাউড ফান্ডিংয়ে নেমেছিল আম আদমি পার্টি। এবার আপের পথেই হাঁটতে চলেছে কংগ্রেস। ডিসেম্বরের শুরুতে ৫ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই চব্বিশের লোকসভা ভোটের দামামা বেজে যাবে।
কিন্তু তার আগে দলের আর্থিক সংকট সামাল দিতে হাত শিবির দেশব্যাপী ক্রাউড ফান্ডিং প্রচার শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেই এই ক্রাউড ফান্ডিং প্রচার শুরু করবে কংগ্রেস। উল্লেখ্য, নভেম্বরে পাঁচ রাজ্য মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড় এবং মিজোরামে ভোটগ্রহণ। ৩ ডিসেম্বর ৫ রাজ্যেরই ফলাফল ঘোষণা।